তারেক রহমানের ফেরা: নিরাপত্তা দেবে সরকার, ট্রাভেল পাস প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৭
গুরুতর অসুস্থ মা খালেদা জিয়ার পাশে থাকতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটি বার্তা এসেছে। একটি নিরাপত্তা ইস্যু নিয়ে, অন্যটি ট্রাভেল পাস সংক্রান্ত।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার জানিয়েছেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রস্তুত। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি বলেন, দেশের যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বদা প্রস্তুত এবং প্রয়োজন হলে তাকে বিশেষ নিরাপত্তাও দেওয়া হবে। তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোর কমিটিতে কোনো আলোচনা হয়নি।
অন্যদিকে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ নিশ্চিত করেছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো পর্যন্ত পরিবার বা দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা সরকারকে দেওয়া হয়নি। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, তারেক রহমান ট্রাভেল পাস চাইলেই তা এক দিনের মধ্যেই ইস্যু করা সম্ভব।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা ৩০ নভেম্বরও বলেছিলেন, তারেক রহমান যদি ফিরতে চান, তাহলে একদিনের মধ্যেই তাকে 'ওয়ান টাইম পাস' দেওয়া যাবে। এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন আরও জোরালো হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।