বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর : প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৩:০০

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যা শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। এই নির্বাচনের মাধ্যমে জাতি গর্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি এই মন্তব্য করেন মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী প্রশংসার যোগ্য ভূমিকা পালন করছে। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজকে নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে উৎকর্ষতার কেন্দ্র হিসেবে উল্লেখ করেন এবং বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কোর্স সম্পন্ন করা সদস্যদের উদ্দেশে মুহাম্মদ ইউনূস বলেন, “ন্যাশনাল ডিফেন্স কলেজে বছরের পর বছর নিষ্ঠা ও পরিশ্রমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

চলতি বছরের ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫-এ মোট ৯৬ জন কোর্স সদস্য অংশগ্রহণ করেন। এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ২৯ জন বিদেশি কোর্স সদস্য ছিলেন। এছাড়া, বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ সম্পন্ন করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top