ঢাবি: হল খুলছে ২৮ ডিসেম্বর, নিয়মিত ক্লাস শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫
আগামী ২৮ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও নিয়মিত ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।
ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ এবং বিশেষজ্ঞদের সুপারিশ পর্যালোচনা করে এই তারিখ চূড়ান্ত করা হয়েছে। সভায় পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে এর সাথে ২৩ ও ২৪ ডিসেম্বর ছুটি হিসেবে সংযুক্ত করার সিদ্ধান্ত হয়। ছুটিজনিত ঘাটতি পুষিয়ে নিতে অনলাইন ক্লাসগুলো আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।
জানুয়ারি ২০২৬-এর প্রথম সপ্তাহে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে। নিজ নিজ বিভাগ পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করবে। হল খোলার পরেও কিছু কিছু হলে সংস্কারের কাজ চলমান থাকতে পারে। এই বিষয়ে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।