বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

'আল্লাহর খেলা': ভূমিকম্প নিয়ে শেখ হাসিনার মন্তব্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৮:২২

সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই দেশে ব্যাপক ভূমিকম্প এবং কয়েকটি কম্পনকে 'আল্লাহর খেলা' বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের উদ্দেশে পাঠানো এক অডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাদণ্ড দেওয়া হয়।

অডিও বার্তায় শেখ হাসিনা বলেন, তাঁর মৃত্যুদণ্ড ঘোষণার দিনই বন্দর লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে। এরপরই দেশে বেশ কয়েকটি ভূমিকম্প ঘটে। তিনি বলেন, এটা আল্লাহরই একটা খেলা। আমাকে মৃত্যুদণ্ড দিলো। সেদিনই আবার পোর্ট বিক্রির চুক্তি করে ফেললো। তারপরই ব্যাপকভাবে ভূমিকম্প হলো।

তিনি ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে তিনি চিকিৎসা ও উদ্ধারকাজে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেন, আমি ক্ষমতায় থাকলে তো কখনো এ রকম হতো না। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা শুরু করতাম, কিন্তু তারা সব দিকেই ব্যর্থ। ২১ নভেম্বর ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দেশে ১০ জন প্রাণ হারান এবং এর পরেও একাধিক মৃদু কম্পন অনুভূত হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top