গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান; ৬ ডিসেম্বরের বার্তা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯
৬ ডিসেম্বর, ১৯৯০। স্বৈরশাসক এরশাদের পতন দিবস। দিনটিকে 'অবিস্মরণীয়' উল্লেখ করে স্বৈরশাসন অবসানের বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ফেসবুক পোস্টে লেখেন, এরশাদ ১৯৮২ সালের ২৪ মার্চ অসাংবিধানিক শাসন জারি করে গণতন্ত্র হত্যা করেন। দীর্ঘ ৯ বছরের নিরন্তর সংগ্রামে বেগম খালেদা জিয়া দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলে স্বৈরাচারকে পরাজিত করে গণতন্ত্র মুক্ত করেন।
তিনি বলেন, সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র-জনতা ২০২৪ সালের ৫ আগস্ট একটি হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে (শেখ হাসিনার দুঃশাসন) পরাস্ত করে।
তারেক রহমান অভিযোগ করেন, শেখ হাসিনার দুঃশাসনে 'গণতন্ত্রের মা' বেগম খালেদা জিয়ার ওপর জেল-জুলুমসহ নানামাত্রিক নিপীড়ন নামানো হয়েছিল। তিনি অসুস্থ দেশনেত্রীর আশু-সুস্থতা কামনা করেন।
তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসঙ্গে তারেক রহমান গণতন্ত্র বিরোধী শক্তির পুনরুত্থান ঠেকাতে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।