সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

জুলাই আন্দোলনের ১৮২ শহীদের মরদেহ উত্তোলন শুরু: ডিএনএ সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৭

সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ১৮২ অজ্ঞাত শহীদের মরদেহ উত্তোলনের এক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। এটি দেশের ইতিহাসের অন্যতম একটি ফরেনসিক প্রক্রিয়া।

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা ১৮২টি মরদেহের ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি।

ফরেনসিক বিশেষজ্ঞ ডা. লুইস ফন্ডেব্রিডার এবং সিআইডি প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই কাজ শুরু হলো। আদালতের নির্দেশের পর মরদেহ উদ্ধারে কবরস্থানের ভেতরেই অস্থায়ী তাবু স্থাপন করা হয়েছে। সেখানেই ময়না তদন্ত ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন বয়সের এই নারী-পুরুষরা জীবন দিয়েছিলেন। সিআইডির লক্ষ্য হলো ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে দ্রুত এই শহীদদের পরিচয় নিশ্চিত করা। প্রক্রিয়া শেষে আবার যথাযথ সম্মানের সঙ্গে মরদেহগুলো দাফন করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top