জাতীয় নির্বাচনে ভোট শুরু সাড়ে ৭টায়, বাড়লো ১ ঘণ্টা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৭
আসছে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে এই পরিবর্তন আনা হলো।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নিশ্চিত করেছেন, এবার ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গণভোট ও সাধারণ নির্বাচন একসঙ্গে হওয়ায় এই সিদ্ধান্ত।
ইসি আরও জানিয়েছে, এই সপ্তাহের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের বিষয়ে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে। প্রয়োজন অনুযায়ী প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
পাশাপাশি, ভুল এবং মিথ্যা তথ্যের মোকাবিলা করতে নির্বাচন কমিশনে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হচ্ছে। সব নিরাপত্তা সংস্থা এই সেলে যুক্ত থাকবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।