সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

এনসিপিসহ তিন দলের নতুন রাজনৈতিক মঞ্চ: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক জোটের আনুষ্ঠানিক ঘোষণা এলো। জাতীয় নাগরিক পার্টিসহ মোট তিনটি দল মিলে গঠিত হলো 'গণতান্ত্রিক সংস্কার জোট'।

এই নতুন জোটে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। রোববারে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের যাত্রা শুরু হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা এবং রাজনৈতিক সংস্কারের লক্ষ্যেই এই নতুন মঞ্চ কাজ করবে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুও যোগ করেন, তারা জনগণের চাওয়া নতুন রাজনৈতিক বন্দোবস্তের যাত্রা শুরু করেছেন।

আগামী নির্বাচনে এই জোট মনোনীত প্রার্থীরা যেকোনো একটি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে আয়োজকরা জানিয়েছেন, জোটের আকার ভবিষ্যতে আরও বাড়তে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top