কৃষকদের দক্ষতা বাড়াতে নড়িয়ায় সরকারের বিশেষ প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০১
দেশের কৃষি উন্নয়নে কৃষকদের দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে শরীয়তপুরের নড়িয়ায় অনুষ্ঠিত হলো কৃষক প্রশিক্ষণ কর্মশালা।
২০২৫-২৬ অর্থ বছরের ‘চর এলাকার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নড়িয়া উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মোট নয় শত (৯০০) জন কৃষক-কৃষাণীকে ধারাবাহিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
নড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে নশাসন ইউনিয়নের ৩০ জন কৃষক ও ৩০ জন কৃষাণী অংশ নেন।
প্রশিক্ষণের পর অংশগ্রহণকারীদের কৃষি প্রণোদনার আওতায় সার ও বীজ দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ চৌধুরী জানান, কোনো জমি যেন অনাবাদি না থাকে, সেই লক্ষ্যেই কৃষাণীদের সবজি ও ফলচাষে প্রশিক্ষিত করা হচ্ছে। দেশ উন্নয়নের এই প্রক্রিয়ায় কৃষক-কৃষাণীদের দক্ষতা বাড়াতে সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।