দেশে করোনা পরিস্থিতি
করোনায় আরও ৭ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ০১:১৬
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে আরও সাতজনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের হার কমে ২ দশমিক ৩৩ শতাংশে নেমেছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সাতজনসহ দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা আট হাজার ৩৪৯ জনে দাঁড়িয়েছে।
নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩২৭ জনের শরীরে। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৩ হাজার ৩৫১ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৩৩ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে সরকারি ও বেসরকারি মিলে মোট ২১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৩৯ লাখ ৪৭ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় আরও ৪৭৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৯১ হাজার ৩৬৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৪৩ শতাংশ।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।