খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি
প্রিয় নেত্রীর বিদায়ে ৭ দিনের কর্মসূচি ও শোক বই খুলছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪০
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই শোক পালন করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, বেগম জিয়ার সম্মানে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে। আজ সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল। তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
অন্যদিকে, দলীয় প্রধানের মৃত্যুতে বিএনপি দেশজুড়ে ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামী সাতদিন নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং দলীয় কার্যালয়গুলোতে দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হবে। নয়াপল্টন ও গুলশান কার্যালয়ে খোলা হবে শোক বই।
আজ ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই আপসহীন নেত্রী। তার দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
বিষয়: খালেদা জিয়া

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।