পদ্মা রেলসেতুতে ত্রুটি রয়েছে কিনা বিশেজ্ঞরা খতিয়ে দেখছেন: রেলমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৮

পদ্মাসেতু পরিদর্শনে রেলমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

পদ্মাসেতুর রেললাইনে ত্রুটি রয়েছে, এমনটি বলার সময় আসেনি উল্লেখ করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আদৌ এটি সমস্যা কিনা সেটি বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন।

মন্ত্রী আজ (২৪ সেপ্টেম্বর) সকালে মুন্সিগঞ্জের মাওয়া ও জাজিরা প্রান্তে সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান। এসময় পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নানসহ পদ্মাসেতুর প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলমন্ত্রী বলেন, সড়ক বিভাগ নতুন ধরনের একটি শর্ত দিয়েছে।  তবে, সড়ক বিভাগের কাছে এ পর্যন্ত কোনো ডিজাইন নেই।  তবে, ডিজাইনে বড় ধরনের কোনো পার্থক্য আছে বলে মনে হয় না। বিষয়টি সমাধানের জন্য সড়ক বিভাগ ও রেলওয়ের কাছে ডিজাইন চাওয়া হয়েছে।  দু’টি ডিজাইন  পর্যালোচনা করে জানা যাবে রেলসেতুতে কোন সমস্যা রয়েছে কিনা।

 

জানা গেছে, সেতুর দুই প্রান্তে রাস্তার ওপর দিয়ে স্থাপিত লাইনের উচ্চতা কম থাকায় নিচের হেডরুম দিয়ে বেশি উচ্চতার যানবাহন সেতুতে ওঠা-নামা করতে সমস্যা সৃষ্টির শঙ্কা করছে মূলসেতু কর্তৃপক্ষ। এজন্য কাজে আপত্তি দেয় পদ্মাসেতু তারা।

এসময় পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেন, যে ত্রুটির কথা বলা হচ্ছে তার সঙ্গে আমরা একমত নই। কিছু সংশয় রয়েছে।  বড় প্রকল্পের ক্ষেত্রে এমনটি হতে পারে।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top