বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মাহবুবের ওপর ক্ষোভ ঝাড়লেন সিইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ মার্চ ২০২১, ২২:০২

মাহবুবের ওপর ক্ষোভ ঝাড়লেন সিইসি

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ওপর ক্ষোভ ঝাড়লেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নূরুল হুদা।

মঙ্গলবার (০২ মার্চ) জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে, মাহবুব তালুকদারে সামনেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নূরুল হুদা বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনকে হেয়, অপদস্ত ও নিচে নামানোর জন্য যা করা দরকার, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সবই করে চলেছেন।’

মাহবুব তালুকদারের অভ্যাস ইসির নেগেটিভ দিক বের করা উল্লেখ করে নূরুল হুদা বলেন, ‘মাহবুব তালুকদার সাহেবের অভ্যাস ইসির যা কিছু নেগেটিভ দিক আছে, তা পকেট থেকে একটা কাগজ বের করে পাঠ করতেন। আজকেও এর ব্যতিক্রম হয়নি।’

ক্ষোভের সঙ্গে নূরুল হুদা বলেন, ‘এ নির্বাচন কমিশনে যোগ দেওয়ার পর যতগুলো সভা হয়েছে, সব সময় মাহবুব তালুকদার একই আচরণ করে আসছেন। এ কমিশনের আরও এক বছর মেয়াদ আছে, তিনি হয়ত তা চালিয়েই যাবেন।’

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top