সীমান্তে নো ক্রাইম নো কিলিং : ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ মার্চ ২০২১, ২২:৫০

সীমান্তে নো ক্রাইম নো কিলিং : ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, নো ক্রাইম নো কিলিং। তবে সীমান্তে হত্যা দুঃখজনক। আমরা চাই না একজন মানুষও মারা যাক।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এ কথা বলেন।

তিনি বলেন, আসলে আমি ২৬ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে এসেছি। সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি সব বিষয় নিয়ে হয়েছে।

‘বাংলাদেশ-ভারত সত্যিকারের বন্ধু’ বলে মন্তব্য করেন এস জয়শঙ্কর। তিনি বলেন, উভয় দেশের মধ্যে সম্পর্ক এমন জায়গায় দাঁড়িয়েছে যে, এখন এমন কোনো ইস্যু নেই যে উভয় দেশের মধ্যে আলোচনা হতে পারে না।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top