ডিএনসিসির সঙ্গে গবেষণা ও উন্নয়নে কাজ করতে আগ্রহী ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ মার্চ ২০২১, ১০:০৫

ডিএনসিসির সঙ্গে গবেষণা ও উন্নয়নে কাজ করতে আগ্রহী ডিসিসিআই

স্মার্ট সিটি গড়ে তোলা এবং নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সঙ্গে গবেষণা ও উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

ডিসিসিআই এর প্রেসিডেন্ট রিজওয়ান রাহমান বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের সঙ্গে তাঁর গুলশানস্থ নগর ভবনে সাক্ষাৎ করে এ কথা জানান।

এ সময় মেয়র মোঃ আতিকুল ইসলামের বলেন, স্মার্ট সিটি গড়ে তোলা এবং নাগরিক সেবা সহজীকরণে ডিএনসিসি ইতিমধ্যে ঢাকা উত্তরে ৪৬ হাজারের বেশি এলইডি বাতি স্থাপন করছে। নাগরিক সেবা সম্পর্কিত অভিযোগ সমাধানে ‘সবার ঢাকা’ অ্যাপ চালু করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সের অটোমেশন করা হবে। এর ফলে সেবা একদিকে যেমন হাতের মুঠোয় চলে আসবে, অন্যদিকে ‘ইজ অব বিজনেস’ও এগিয়ে যাবে। মশক নিধনসহ অন্যান্য সেবা আরো সহজে কার্যকর ভাবে প্রদান করার জন্য ডিএনসিসির প্রচেষ্টা অব্যাহত আছে। মেয়র আরো বলেন, শহরকে এগিয়ে নিতে হলে ‘রিচার্স এন্ড ডেভেলাপমেন্ট’ এর বিকল্প নেই। তাই গবেষণা ও উন্নয়নে ডিএনসিসি ও ডিসিসিআই একসাথে কাজ করতে পারে।

ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আবদুল হামিদ মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top