দেশে করোনা পরিস্থিতি
করোনায় ২৪ ঘন্টায় ১০ মৃত্যু, শনাক্ত ৫৪০
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ মার্চ ২০২১, ০০:২৩
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে বাংলাদেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর দৈনিক মৃত্যুর সংখ্যা আটজনের বেশি হয়নি। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন আট হাজার ৪৫১ জন।
শনিবার (০৬ মার্চ) বিকালে সংবাদমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৫৪০ জনের দেহে। এ নিয়ে শনাক্ত হলেন পাঁচ লাখ ৪৯ হাজার ৭২৪ জন।
অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ গণ্টায় ১১৯ ল্যাবে ১৩ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়।পরীক্ষার তুলনায় শনাক্তের হার গত কয়েকদিনের তুলনায় বেড়ে ৪ দশমিক ১৩ হয়েছে। এ পর্যন্ত ৪১ লাখ ৩২ হাজার ১১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৫।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: করোনা ২৪ ঘন্টা ১০ মৃত্যু শনাক্ত ৫৪০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।