ভাঙল গণফোরাম

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৮

নিজস্ব প্রতিবেদক:

ভেঙে গেল বহুল আলোচিত ড. কামাল হোসেনের রাজনৈতিক দল গণফোরাম। দলটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুসহ তিন জন নেতার নেতৃত্বে একটি অংশ দল থেকে বেরিয়ে যাবার ঘোষণা দিয়েছে। ২৬ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কাউন্সিলেরও ঘোষণা করার কথা জানিয়েছে বেরিয়া যাওয়া নেতারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের বর্ধিত সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়।

মোস্তফা মহসিন মন্টু জানিয়েছেন, ‘২৬ ডিসেম্বরের কাউন্সিলে ডেলিগেটদের মতামত নিয়ে নতুন দল গটনের বিষয়ে সিদ্ধান্ত হবে।’

তিনি বলেন, ‘আমরা এখনও বিশ্বাস করি, ড. কামাল হোসেন আমাদের সঙ্গে আসবেন। বিতর্কিত লোকদের পরিহার করবেন। মাঠের পোড় খাওয়া লোকদের নিয়ে এগিয়ে যাবেন। আর তিনি না আসলে তার বহিষ্কারের বিষয়ে আমারা সম্মেলনে সিদ্ধান্ত নেবো।”

বর্ধিত সভায় আরও উপস্থিত গণফোরামের সাবেক প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম প্রমুখ।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top