বইমেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে ডিএমপির নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ২১:১৮
অমর একুশে গ্রন্থমেলায় দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। করোনা পরিস্থিতির অবনতির কারণে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি মাথায় রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সকালে বই মেলার বর্ধিত অংশ সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত ডিএমপির অস্থায়ী পুলিশ ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়।
তিনি বলেন, কোভিডের কারণে একটি বিশেষ অবস্থা তৈরি হয়েছে। যারা মেলায় আসবেন তারা অবশ্যই মাস্ক পরে আসবেন। হাত ধোয়া কিংবা স্যানিটাইজ ব্যবস্থা মেলার গেটে থাকবে বলেও জানানো হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, নির্দিষ্ট সংখ্যক প্রবেশ গেট আমরা চিহ্নিত করেছি। এবার একটি অতিরিক্ত প্রবেশ পথ যুক্ত হয়েছে। ইঞ্জিনিয়ার ইনিস্টিউটের পাশ দিয়ে শিখা চিরন্তন গেট দিয়ে প্রবেশ করা যাবে। আপনারা জানেন, রাস্তা-ঘাটে উন্নয়নমূলক কাজ চলছে। এজন্য অতিরিক্ত গেট রাখা হয়েছে। এবারে কিছু কিছু নিরাপত্তা স্ট্র্যাকচার (ধরন) পরিবর্তন করা হয়েছে। আমাদের পেট্রোল থাকবে, ফুট পেট্রোল থাকবে। যারা বই মেলায় আসবেন শুধুমাত্র তারাই ইঞ্জিনিয়ার ইনিস্টিউটের গেট দিয়ে প্রবেশ করবেন। আমরা বাংলা একডেমির সঙ্গে কথা বলেছি। মেলা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাপক ভূমিকা রয়েছে বলেও জানান তিনি।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।