পিকে হালদারের আরেক ঘনিষ্ঠ বান্ধবীর খোঁজে এনবিআরের চিঠি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ২৩:১৮
প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) আরেক ঘনিষ্ঠ বান্ধবী নাহিদা রুনাইয়ের সব আর্থিক হিসাব তলব করে ৮০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (১৬ মার্চ) এনবিআরের সিআইসি বিভাগ থেকে ওই চিঠি দেওয়া হয়েছে।
জানা যায়, নাহিদা রুনাই ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
চিঠিতে নাহিদা রুনাইয়ের সঞ্চয় হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব ও বিদেশি মুদ্রার হিসাব, ক্রেডিট কার্ড, ভল্ট, সঞ্চয়পত্র, ডিপোজিট স্কিম ও বেনিফিসিয়ারি ওনার্স অ্যাকাউন্টসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে করা দুদকের ৫ মামলায়ও নাহিদা রুনাই অন্যতম আসামি।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।