পাটুরিয়া-দৌলতদিয়া পারের অপেক্ষায় ৯ শতাধিক যান

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩১

পাটুরিয়া থেকে:

পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েই চলেছে। এতে উভয় ঘাট এলাকায় ৯ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি দুই দিন বন্ধ রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সীমিত হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে ৯ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তবে ছোট যানবাহন, অ্যাম্বুলেন্স, পরিবহন ও জরুরি যানবাহনকে অগ্রাধিকার দেয়ায় বেশি জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭ টি ফেরি চলাচল করছে। অতিরিক্ত যানবাহনকে পাটুরিয়া ঘাট থেকে ৭ কি. মি. দূরে উথুলী সংযোগ মোড় থেকে আরিচা থানা পর্যন্ত সারি করে রাখা হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপও বাড়ছে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top