দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ২১:২২

দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট

বাংলাদেশে সফররত মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মুহামেদ সলিহর সাথে বৃহস্পতিবার বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী সচিব ইমরুল কায়েস রানা বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মুহামেদ সলিহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই দেশের প্রধান কিছু সময় একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে সহযোগিতার লক্ষ্যে কয়েকটি সমঝোতা স্মারক হবে।

সফর সূচি অনুযায়ী, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে একটি বৈঠক এবং নৈশভোজে পর রাতেই মালদ্বীপের জন্য রওনা হবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মুহামেদ সলিহ।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top