সাধারণ ছুটি সংক্রান্ত খবর ভুয়া: স্বাস্থ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ২৩:৪১

‘৭ দিন সাধারণ ছুটি’র সংবাদটি ভুয়া

কিছু টেলিভিশন চ্যানেলের টিকারে করোনার মহামারির সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ‘৭ দিন সাধারণ ছুটি সংক্রান্ত’ খবরটি ভুয়া বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (২১ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে ভুয়া নিউজ টিকারটি অনতিবিলম্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

জরুরি বার্তায় বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের টিকার স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সাতদিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top