'যেকোনো মূল্যেই বনভূমি দখলমুক্ত করা হবে'
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ০২:২৮
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, যেকোনো মূল্যেই দেশের বনভূমি অবৈধ দখলমুক্ত করা হবে।
রোববার (২১ মার্চ) আন্তর্জাতিক বন দিবস-২০২১ উপলক্ষে বন অধিদফতর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘বন পুনরুদ্ধার : উত্তরণ ও কল্যাণের পথ’।
মন্ত্রী বলেন, বন দখলকারী এবং দখলে সহায়তাকারী উভয়ের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বন বিভাগের যে সকল কর্মী বন রক্ষায় আহত হবেন তাদের পুরস্কৃত করা হবে উল্লেখ করে তিনি বলেন, বন দখলে সহায়তা করার অভিযোগে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতায় বনভূমি পুনরুদ্ধারে সফল হবে সরকার।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।