শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

রাজধানীতে চলছে ঢিলেঢালা হরতাল

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ২০:৩৭

রাজধানীতে চলছে ঢিলেঢালা হরতাল

বায়তুল মোকাররমে মুসল্লিদের ওপর হামলা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে নরেন্দ্র মোদির সফরবিরোধী মিছিল-সমাবেশে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে রোববার (২৮ মার্চ) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।

সকালে হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন হেফাজতের নেতাকর্মীরা। তাঁরা সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি ও বাঁশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

তবে রাজধানীর অধিকাংশ স্থানে হরতাল চলছে ঢিলেঢালা। যান চলাচল অনেকটা স্বাভাবিক। যদিও, ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম। যাত্রীর সংখ্যও অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম দেখা গেছে। সকাল ৬টা থেকে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল বাড়তে থাকে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top