লকডাউন নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১, ২৩:৫৪
করোনার প্রকোপ বাড়ায় সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণার পর এর রূপরেখা তৈরিতে জরুরি বৈঠক ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে প্রশানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ সব মন্ত্রণালয়, ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
শনিবার (০৩ এপ্রিল) বিকাল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৈঠকে তিন বাহিনীর প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি’র মহাপরিচালক, আনসারের মহপরিচালকসহ চারটি গোয়েন্দা সংস্থার প্রধানদের প্রতিনিধিদেরও উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: লকডাউন মন্ত্রিপরিষদ সচিব জরুরি বৈঠক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।