দেশে করোনা পরিস্থিতি
লকডাউন নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদকে | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১, ২২:৩২
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ দেশে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে লকডাউনের পূর্ব-সিদ্ধান্ত কার্যকর করেছে সরকার। তবে চলমান এ লকডাউন আরও বাড়বে কিনা তা এক সপ্তাহ দেখে আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (৫ এপ্রিল) ভার্চুয়াল মন্ত্রীসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রীপরিষদ সচিব একথা জানান।
মন্ত্রীপরিষদ সচিব বলেন, 'আমরা দেখতে চাই কি হয়। এ বিষয়ে মানুষকে কো-অপারেট করতে হবে। সবাই যদি মাস্ক ব্যবহার করে, স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে তো অসুবিধা হওয়ার কথা না।
লকডাউন শুরুর পর অফিসগুলোয় কত শতাংশ উপস্থিতি থাকবে, সব মন্ত্রণালয় খোলা থাকবে কিনা- এসব প্রশ্নে মন্ত্রীপরিষদ সচিব বলেন, 'আমরা বলে দিয়েছি অফিস চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু থাকবে।'
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।