মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মার্কিন বিশেষ দূত কেরি ঢাকায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১, ২২:১৩

মার্কিন রাষ্ট্রপতির জলবায়ু বিষয়ক বিশেষ দূত ঢাকায়

মার্কিন রাষ্ট্রপতির জলবায়ু বিষয়ক বিশেষ দূত ঢাকায়

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন বিষয়ে আলোচনার জন্য ঢাকায় পৌঁছেছেন জন কেরি।

শুক্রবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভারতের নয়াদিল্লী থেকে বিমানে করে মার্কিন রাষ্ট্রপতির জলবায়ু বিষয়ক বিশেষ দূত ঢাকায় পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ অন্যরা তাকে স্বাগত জানান।

পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন এসময় জন কেরিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলারও সেখানে ছিলেন।

বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বাইডেনের ডাকা ‘লিডারস সামিটের’ আমন্ত্রণপত্র তুলে দেবেন কেরি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি।

গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট বাইডেন জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে। তিনি প্যারিস জলবায়ু চুক্তির করার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকায় ছিলেন।

জানুয়ারির শেষ সপ্তাহে বাইডেন ঘোষণা দেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধান প্রধান অর্থনীতির দেশগুলোকে উদ্বুদ্ধ করতে ‘লিডারস সামিট’ আয়োজন করবেন তিনি। এরপর মার্চের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানান বাইডেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবসে ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুরু হবে দু’দিনের এই শীর্ষ সম্মেলন। সাধারণ মানুষের দেখার জন্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও থাকবে।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top