স্বাস্থ্যবিধিতে কঠোর দোকানিরা, ঢিলেমি করছেন ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১৯:৩৪

স্বাস্থ্যবিধিতে কঠোর দোকানিরা, ঢিলেমি করছেন ক্রেতারা

করোনাভাইরাস মহামারিতে কঠোর বিধি-নিষেধের মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী খুলেছে শপিংমল-দোকানপাট। শনিবার (১০ এপ্রিল) শপিংমল ও দোকানপাট খোলার দ্বিতীয় দিনে রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ি ও টিকাটুলি এলাকা ঘুরে কিছুটা ঢিলেমি দেখা গেছে ক্রেতাদের মধ্যে।

দোকানিরা বলছেন, করোনা পরিস্থিতি খারাপের দিকে থাকলেও ব্যবসায়ীদের কথা চিন্তা করে তাদের আবেদনের প্রেক্ষিতে দোকান খোলার অনুমতি মিলেছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন তারা। এক্ষেত্রে সামনের দিনগুলোতে যেন ব্যবসায়ীদের প্রতি সরকারের আস্থা বাড়ে সেদিকেও নজর দিচ্ছেন তারা।

যাত্রাবাড়ি মার্কেটের পোশাক ব্যবসায়ী আব্দুল আউয়াল বলেন, ‘আমরা করোনার কারণে খুবই লোকসানের মধ্যে আছি। সরকার লকডাউনের মধ্যেও আমাদের স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার অনুমতি দিয়েছে। আমরা সরকারের আস্থার প্রতি সম্মান দেখাতে চাই। ক্রেতাদের অনেকে মাস্ক না পরলে তাদের মাস্ক পরতে অনুরোধ করছি। তবে অনেক ক্রেতাই এখনও সচেতন নন। তাদের সচেতন করার চেষ্টাও করছি আমরা।’

এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘দেশে ৯০ ভাগ মানুষ এখন মাস্ক পরছেন, পৃথিবীর অন্য কোনো দেশে এতো সংখ্যক মানুষ মাস্ক পরেন না। আর মাস্ক পরে দোকানে প্রবেশ করা ক্রেতার সংখ্যা শতভাগ। দোকানিরা এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকছেন। স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে দোকানিরা কঠোর অবস্থানে রয়েছেন।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top