বইমেলা শেষ হচ্ছে ২ দিন আগে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ২১:৪৭
করোনার কারণে ১৪ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শেষ হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা।
শনিবার (১০ এপ্রিল) দুপুরে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানিয়েছেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং লকডাউনের কারণে ২ দিন আগেই বইমেলা শেষ করা হবে বলে তিনি জানান।
প্রতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা শুরু হয়। মেলা চলে এক মাস। তবে এবার করোনার কারণে ১৮ মার্চ উদ্বোধন করা হয় বইমেলা। গণভবন থেকে ভার্চুয়ালি অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বইমেলা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।