দেশে করোনা পরিস্থিতি

মঙ্গলবার পর্যন্ত থাকছে বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ২০:৪৭

করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে মঙ্গলবার পর্যন্ত থাকছে বিধিনিষেধ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির প্রেক্ষিতে দেশে চলমান এক সপ্তাহের বিধিনিষেধ আজ রাত ১১টায় শেষ হচ্ছে। তবে সোমবার ও পরদিন মঙ্গলবারও এর ধারাবাহিকতা চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১১ এপ্রিল) সকালে সংসদ ভবনের বাসভবনে এক সংবাদ সংম্মেলনে তিনি এ কথা জানান।

১৪ এপ্রিল কঠোর লকডাউন শুরু হলে মাঝের ১২ ও ১৩ এপ্রিল তাহলে কী হবে- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতাও এ দুদিন চলবে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল সারাদেশে এক সপ্তাহের বিধিনিষেধ জারি করে সরকার। তবে পরে জনগণের অসুবিধা বিবেচনা করে বিভাগীয় শহরগুলোয় গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়। এক পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে ৯টা থেকে৫টা পর্যন্ত শপিংমল খোলারও সিদ্ধান্ত আসে। তবে দূরপাল্লার যানবাহন যথারীতি বন্ধ রয়েছে।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top