"লকডাউনের আগে পোশাক শ্রমিকদের সব পাওনা বুঝিয়ে দিন"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ০০:০৫

লকডাউনের আগে পোশাক শ্রমিকদের রেশনের ব্যবস্থাসহ সব পাওনা বুঝিয়ে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। রোববার (১১ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে শ্রমিক অধিকার পরিষদ বলছে, ‘গত বছরের পুনরাবৃত্তি দেখতে চায় না শ্রমিকরা। শ্রমিকদের জীবন বাঁচাতে এবং করোনার সংক্রমণ ঠেকাতে প্রথমেই শতভাগ বেতন মজুরির নিশ্চয়তা এবং অন্যান্য বিপদকালের সুবিধা নিশ্চিত জরুরি। করোনার প্রথম ধাক্কায় শ্রমিকরা যে বিপর্যয়ে পড়েছিল তা এখনো কাটিয়ে উঠতে পারেনি। লকডাউনে সব সুযোগ সুবিধা সরকারি-বেসরকারি কর্মকর্তারা পাবে কিন্তু শ্রমিকদের বেলায় উল্টো। গতবার সরকারের কাছ থেকে মালিকরা প্রণোদনা পেলেও শ্রমিকদের জীবন জীবিকার জন্য রাস্তায় নামতে হয়েছিল। এমনটা এবার শ্রমিকরা মেনে নেবে না।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘গত বছরের পরিস্থিতি যাতে আবারও তৈরি না হয় এর জন্য সরকারকে শ্রমিক কল্যাণে দ্রুত পদক্ষেপ নিতে হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি এবং লকডাউন পরিস্থিতিতে দেশের সম্পদ শ্রমিকের সর্বোচ্চ নিরাপত্তা ও শতভাগ বেতন দিতে হবে সরকারকে। শ্রমিক ছাঁটাই ও তাদের বেতন নিয়ে টালবাহানা করা যাবে না। রেশন কার্ডের মাধ্যমে লকডাউনের আগেই শ্রমিকদের ঘরে ঘরে রেশনের ব্যবস্থা করার আহ্বান সরকারের প্রতি।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top