গোপালগঞ্জে ‘ভিটামিন এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০, ১৮:৫৬
গোপালগঞ্জ থেকে:
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গোপালগঞ্জে হচ্ছে ১ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল।
রবিবার (০৪ অক্টোবর) সকালে গোপালগঞ্জ পৌরসভা চত্ত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ, ভারপ্রাপ্ত পৌর মেয়র নাজমুল হাসান নাজিম উপস্থিত ছিলেন।
এবারের ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে জেলায় ১ লক্ষ ৭০ হাজার ৯৪০ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তবে করেনা ভাইরাসের কারনে দুই সপ্তাহের মোট ৮ দিনে ১ হাজার ৭১১টি কেন্দ্রে ২১২ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৪ হাজার ৬১ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন।
এনএফ৭১/জেএস/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।