৬ রুটে পার্সেল ট্রেন চলবে লকডাউনেও
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ২১:১৪
দেশে করোনাভাইরাস প্রকোপ রোধে ‘সর্বাত্মক লকডাউনের’ ঘোষণা দিয়েছে সরকার। আর এই লকডাউনের ভেতরে কৃষিজাত পণ্য ও মালামাল পরিবহণের জন্য ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রামসহ ছয়টি রুটে চলবে ৮টি বিশেষ পার্সেল ট্রেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রেলভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট, সিলেট-ঢাকা, চট্টগ্রাম-সরিষাবাড়ী, সরিষাবাড়ী-চট্টগ্রাম, খুলনা-চিলহাটি, চিলহাটি -খুলনা, পঞ্চগড় (বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম)-ঢাকা, ঢাকা-পঞ্চগড় প্রতিদিন চলবে। আগামীকাল (বুধবার) থেকে এই ট্রেনগুলো চলাচল করবে। প্রাথমিকভাবে লকডাউনের জন্য এগুলো চালু করা হয়েছে, পরবর্তীতে প্রয়োজনের ভিত্তিতে এই ট্রেন চালু রাখার পরিকল্পনা রয়েছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।