দেশে করোনা পরিস্থিতি

দেশে আজও ১০১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ০০:৪০

করোনায় দেশে আজও ১০১ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। গতকালও একই সংখ্যার মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু।

শনিবার (১৭ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৭৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে।

চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও মার্চ মাস থেকে তা শুধুই বাড়ছে। বিশেষজ্ঞরা এটাকে বাংলাদেশে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ বলছেন।

করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় বুধবার (১৪ এপ্রিল) থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top