শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

"গণগ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছে হেফাজত"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ২১:৩৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

সোমবার রাতে ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ধানমন্ডির বাসায় বেশ কয়েকজনসহ দেখা করতে যান হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হেফাজত নেতাদের যাতে গণগ্রেপ্তার না করা হয়। তবে আমি তাদের বলেছি, কোনো গণগ্রেপ্তার হচ্ছে না। যারা অপরাধের সঙ্গে জড়িত, ঠিক তাদের গ্রেপ্তার করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘কামরাঙ্গীরচর হাফেজ্জী হুজুরের ছেলে মাদ্রাসা খুলে দেয়ার কথা বলেছেন। এছাড়া আর কোনো আলোচনা হয়নি।’ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে হেফাজত নেতা মাওলানা আতাউল্লাহ আমিন গণমাধ্যমকে বলেন, দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্যই মহাসচিব মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

এছাড়া বৈঠকের বিষয়ে আর কিছু পরিষ্কার করে বলেননি এই হেফাজত নেতা। এদিকে পুলিশের গ্রেপ্তারের অভিযানের মুখে এখন কোনো ধরনের সংঘাত আর জ্বালাও-পোড়াও না করতে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সোমবার রাতে বাবুনগরী এক ভিডিও বার্তা দিয়েছেন।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top