শপিংয়ে যেতে ‘অন্যান্য’ ক্যাটাগরিতে মুভমেন্ট পাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ২০:২১

শপিংয়ে যেতে ‘অন্যান্য’ ক্যাটাগরিতে মুভমেন্ট পাস

সরকার ঘোষিত লকডাউনের মধ্যে রোববার (২৫ এপ্রিল) খুলে দেওয়া হয়েছে মার্কেট ও শপিংমল।

পুলিশ বলছে, কঠোর বিধি-নিষেধের মধ্যে শপিংয়ে যেতে লাগবে মুভমেন্ট পাস।

পুলিশ জানায়, বিধি-নিষেধ চলাকালীন সময় জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে ‘মুভমেন্ট পাস’।

এগুলোর মধ্যে- মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মরদেহ সৎকার, ব্যবসা ইত্যাদি ক্যাটাগরিতে ‘মুভমেন্ট পাস’ দেওয়া হচ্ছে।

তবে শপিংমলে কেনাকাটার জন্য কোনো ক্যাটাগরি রাখা হয়নি।

তবে এসব ক্যাটাগরির বাইরে যাদের চলাফেরা প্রয়োজন তাদের অন্যান্য ক্যাটাগরিতে মুভমেন্ট পাস দেওয়া হচ্ছে।

সেই হিসেবে ‘লকডাউনে’ কেনাকাটা করতে যারা শপিং মলে কিংবা মার্কেটে যাবেন তাদের অন্যান্য ক্যাটাগরিতে মুভমেন্ট পাস দেওয়া হচ্ছে।

করোনা সংক্রমণ রুখতে দেশব্যাপী গত ১৪ এপ্রিল থেকে কঠোর বিধি-নিষেধ চলমান রয়েছে।

এদিকে রোববার (২৫ এপ্রিল) মার্কেট-শপিং মল খোলার প্রথম দিন সকাল থেকে সড়কে গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনের চাপ দেখা গেছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top