ডিএনসিসি করোনা হাসপাতালে

অ্যাম্বুলেন্স-লাশবাহী গাড়ি দিলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ মে ২০২১, ২১:৩০

ডিএনসিসি করোনা হাসপাতালে অ্যাম্বুলেন্স-লাশবাহী গাড়ি দিলেন মেয়র আতিক

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স ও একটি লাশবাহী গাড়ি উপহার দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সোমবার (৩ মে) বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে ডিএনসিসি করোনা হাসপাতাল প্রাঙ্গণে এই অ্যাম্বুলেন্স এবং লাশবাহী গাড়ি হস্তান্তর করা হয়।

১৮ এপ্রিল ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের উদ্বোধন করা হয়। এই হাসপাতালে পাঁচ শতাধিক আইসিইউ সমমানের শয্যা রয়েছে। হাসপাতালটি পরিচালনা করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের স্থাপনাটিতে মার্কেট করার পরিকল্পনা ছিল। কিন্তু ডিএনসিসির কোনো হাসপাতাল ছিল না। তাই করোনার এই সময়ে এখানে হাসপাতাল তৈরির কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই। পরে তার নির্দেশনা অনুযায়ী এখানে হাসপাতালের কার্যক্রম শুরু করি। এখানে যাদের দোকান বরাদ্দ দেয়া হয়েছিল, তাদের বরদ্দ বাতিল করা হয়েছে।’

প্রসঙ্গত, এই হাসপাতালে আইসিইউ চিকিৎসায় কোনো খরচ লাগছে না। বিনামূল্যে সেবা পাচ্ছেন নাগরিকরা। তবে নিম্নআয়ের অনেকের অ্যাম্বুলেন্স ভাড়া সক্ষমতা নেই। তাই তাদের জন্য ঢাকা মহানগরী এলাকায় অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। এই অ্যাম্বুলেন্সের যাবতীয় খরচ ডিএনসিসি বহন করবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top