জাজেস কোয়ার্টারে পাওয়া গেল এডিসের লার্ভা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ জুন ২০২১, ১৯:৪৪
রাজধানীর আজিমপুরে নির্মাণাধীন ‘জাজেস কোয়ার্টার’ এলাকায় এডিস মশা নিধনে অভিযান পরিচালনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।
সোমবার (৩১ মে) পরিচালিত এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত ১৮টি বাড়ি পরিদর্শন করে ১টি বাড়িতে মশার লার্ভা পান। তখন একটি মামলার দায়ের ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।
এছাড়াও সিটি করপোরেশনের রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখায় সংশ্লিষ্ট কনস্ট্রাকশন বিল্ডিংয়ের বিরুদ্ধে ১টি মামলা দায়ের ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: আজিমপুর জাজেস কোয়ার্টার এডিস মশা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।