লকডাউন এ ভার্চ্যুয়াল জামিনে মুক্ত হয়েছে ৮৮৩ জন শিশু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জুন ২০২১, ২০:০৭
চলমান লকডাউন এর মধ্যে ভার্চ্যুয়াল শুনানিতে জামিন পেয়ে মুক্ত হয়েছে ৮৮৩ জন শিশু। একই সময়ে নিম্ন আদালতে হাজতি জামিন পেয়ে কারা মুক্ত হয়েছে ৫৬ হাজার ৩৭১ জন।
সুপ্রিম কোর্টের তথ্য মতে, ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে। ১২ এপ্রিল থেকে ৩ জুন পর্যন্ত মোট ৩৫ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে এক লাখ ৯ হাজার ১২টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়।
এ সময়ে মোট ৫৬ হাজার ৩৭১ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার মুক্ত হয়েছেন। এর মধ্যে ভার্চ্যুয়াল আদালতে একই সময়ে মোট জামিন পেয়েছে ৮৮৩ জন শিশু।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।