সড়ক দূর্ঘটনায় থমকে গেলো ঢাকার রাজপথ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জুন ২০২১, ২১:১৩

ছবি: নদ্দা-নতুন বাজার রোড

রাজধানী ঢাকায় জ্যাম নতুন কিছু না। একটু কিছু হলেই পুরো শহর যেন থমকে যায়। আজও তার ব্যতিক্রম নয়। সপ্তাহের দ্বিতীয় কর্ম দিবস হওয়ায় স্বাভাবিক ভাবেই রাজপথ জুড়ে ছিল কর্মব্যস্ত মানুষের ভিড়। তার সাথে গুলশানের সড়ক দূর্ঘটনা যেন ষোলকলা পূরণ করেছে।

হঠাৎ করে রড বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড্ডা লিংক 'সুভাস্তু' কমপ্লেক্স এ ঢুকে যায়। জানা গেছে, ট্রাকটি ভেঙে রড গুলি রাস্তায় পড়ে গিয়েছে। এতে করে বারিধারা, নদ্দা, নতুন বাজার থেকে শুরু করে পুরো রামপুরা পর্যন্ত সড়ক আটকে যায়।
ইতিমধ্যে রড তুলে সড়ক এর যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলেও কতোক্ষণ তা স্বাভাবিক হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে এই দূর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়াও, রাজধানীর বিভিন্ন সড়কে লক্ষ করা গেছে প্রচন্ড জ্যাম। বিশেষ করে বাড্ডা রোড, এয়ারপোর্ট রোড, কাওরান বাজার, মালিবাগ, বাংলা মটর। এতে করে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী মানুষকে। দীর্ঘ সময় ধরে তাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকেই আবার হেঁটেই পাড়ি দিয়েছেন গন্তব্যে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top