অনির্দিষ্টকালের ধর্মঘটে পণ্যবাহী নৌযান শ্রমিকরা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৩:১০
নিজস্ব প্রতিবেদক:
১১ দফা দাবি নিয়ে ঢাকার মতিঝিল বিআইডব্লিউটিএ ভবনে নৌযান মালিকদের সঙ্গে বৈঠকে খাদ্যভাতার বিষয়ে কোনো সমাধান না আসায় পূর্বের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন শ্রমিকরা।
মধ্যরাত থেকে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, বারবার আশ্বাস দেয়ার পরও মালিক পক্ষ খাদ্য ভাতা দিতে অস্বীকৃতি জানান। ফলে পূর্বঘোষিত কর্মবিরতির সিদ্ধান্ত থেকে তারা সরে আসেননি। শ্রমিকরা বলেন, সব বিষয়ে অনেক ছাড় দেয়ার পরও খাদ্য ভাতা দেয়ার দাবি মানেননি নৌ-মালিকরা।
শ্রমিক নেতা শাহ আলম বলেন, আমরা মালিকদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনায় আমাদের যৌক্তিক দাবি তুলে ধরেছি। কিন্তু মালিকরা আমাদের কোনো দাবি মেনে না নেওয়ায় এ সিদ্ধান্ত অনড় থাকতে হয়েছে।
এনএফ৭১/জেএস/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।