হুইপ সামশুল হকসহ আরো ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জুন ২০২১, ০০:০৮
চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত, দুদক ও আদালত সূত্রে সোমবার (২১ জুন) এমনটিই জানা গেছে। মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ ৮ জুন আদেশটি দেন আর ১৩ জুন তিনি এতে স্বাক্ষর করেন।
আদালত কর্তৃক আরও যে ৫ জন দেশত্যাগে নিষেধাজ্ঞা পেয়েছেন তারা হলেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান সাজ্জাদুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বর্তমানে অবসরপ্রাপ্ত) মো. আব্দুল হাই এবং ঢাকার ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ।
দুদকের পরিচালক এবং সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধান দলের প্রধান কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন বলেন, “এর আগে দুদক সামশুল হক চৌধুরীসহ বেশ কয়েকজনের বিদেশযাত্রায় যে নিষেধাজ্ঞা জারি করেছিল, সেই নিষেধাজ্ঞার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা ছিল যে, এ ধরনের নিষেধাজ্ঞায় আদালতের অনুমতি নিতে হবে। সেই অনুযায়ী আদালতে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেছেন।” পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে বিমানবন্দর ইমিগ্রেশনকে ঐদিনই এই নির্দেশনা দেওয়া হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।