লকডাউনে বন্ধ পাঠাও-উবার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জুন ২০২১, ২০:২৩
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-উবার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় পাঠাও কর্তৃপক্ষ।
পাঠাও কর্তৃপক্ষ বলছে, সরকারের জারিকৃত লকডাউনে গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এজন্য আমরাও আমাদের সার্ভিস বন্ধ রেখেছি। তবে যাত্রী পরিবহন সুবিধা ছাড়া অন্যান্য সুবিধা চালু রাখা হয়েছে।
এদিকে উবার বন্ধ রাখা হয়েছে কিনা সেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে অ্যাপটিতে প্রবেশ করে দেখা গেছে মোটরবাইক এবং প্রাইভেটকারের সার্ভিসটি বন্ধ করে রাখা হয়েছে।
উবারের একজন কর্মকর্তা বলেন, উবার সব সময়ই লকডাউন নিয়ে সরকারের ঘোষিত নির্দেশনা বাস্তবায়ন করে আসছে।
পাঠাও-উবারে যাত্রী পরিবহন সেবা বন্ধ থাকলেও খাবার পরিবহন সেবাটি চালু রাখা হয়েছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: লকডাউন বন্ধ পাঠাও-উবার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।