• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


লকডাউনের মধ্যেও গরু নিয়ে ঢাকামুখি ব্যাপারীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জুলাই ২০২১, ১৬:০৫

লকডাউনের মধ্যেও গরু নিয়ে ঢাকামুখি ব্যাপারীরা
  • লকডাউনের মধ্যেও কোনো রকম সামাজিক দূরত্ব না মেনে গরু নিয়ে ঢাকায় আসছেন ব্যাপারি ও রাখালেরা। দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে ফেরি পার হচ্ছেন তারা।

আর লকডাউনের সুবাদে গণপরিবহন বন্ধ থাকায় পশুবাহী ট্রাকগুলো সরাসরি নির্বিঘ্নে ফেরি পার হতে পারছে।

সরেজমিনে গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে ঢাকামুখি ছোট ট্রাকে করে গরু নিয়ে যাওয়ার এমন চিত্র দেখা যায়।

বাজার বাসস্ট্যান্ডে থাকা পথচারী শাহীন শেখ বলেন, এবার নাকি লকডাউনের কারণে গাড়িতে করে ঢাকায় কোনো গরু নিয়ে যাওয়া যাবে না। তাহলে কিভাবে গাড়িগুলো যাচ্ছে। পথে থাকা অবস্থায় ২/৩টি গরুর গাড়ি ঢাকার দিকে যেতে দেখলাম।

এ বিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি মো. মোন্নাফ শেখ বলেন, লকডাউনের মধ্যেও দুয়েকটি ছোট ট্রাকে করে ঢাকামুখী গরুর গাড়ি যাচ্ছে। ফেরিঘাট থেকে গরুর গাড়িতে যাওয়া ব্যাপারি ও রাখালদেরকে মুখে মাস্ক দিয়ে দূরত্ব বজায় রেখে যেতে নির্দেশনা দেয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top