অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: কাদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২১, ০০:৩৯

ওবায়দুল কাদের - পুরনো ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আফগানিস্তানে সম্প্রতি তালেবানের পুনরুত্থানে দেশের অনেকেই উল্লাসিত হয়ে ষড়যন্ত করছে। ফলে যে কোনো প্রকার সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালনের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-মিটির এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, 'ষড়যন্ত্র চলছে, দক্ষিণ এশিয়ার একটি দেশে ক্ষমতার পালা বদলে উল্লাসিত অনেকে স্বপ্ন দেখছে। মনে রাখবেন এটা বাংলাদেশ; রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছি। কোনো সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন এ দেশের অর্জিত সোনালী অর্জনগুলো যেন নস্যাৎ করতে না পারে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যাতে এগিয়ে যেতে পারে সে জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'

চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'এদের আন্দোলন মানেই হচ্ছে ভাংচুর, পরিকল্পনা সচিবের গাড়িটিও ভেঙে ফেললো। বেশ কতগুলো গাড়ি ভাংচুর এবং পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি হচ্ছে বিএনপির রাজনীতি। সে রাজনীতি তারা করেছে বিনা উস্কানিতে।'

আওয়ামী লীগের সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে দলের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সভায় উপস্থিত ছিলেন।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top