করোনা পজিটিভ যুবলীগ চেয়ারম্যান-সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২১, ০১:১৮

করোনা পজিটিভ যুবলীগ চেয়ারম্যান-সাধারণ সম্পাদক
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল। তবে তাদের শারীরিক তেমন কোনো জটিলতা নেই।
বুধবার (২০ জানুয়ারি) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।
জয়দেব নন্দী জানান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল করোনায় আক্রান্ত হওয়ায় গতকাল মঙ্গলবার নমুনা জমা দেন চেয়ারম্যান। তারও করোনা পজিটিভ আসে। তবে তার কোনো ধরনের উপসর্গ নেই। এখন পর্যন্ত স্বাভাবিক আছেন।
করোনা শনাক্তের পর নিজ বাসায় আইসোলেশনে থাকা যুবলীগ চেয়ারম্যান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দেশে করোনার প্রকোপ শুরুর পরও নানা কর্মসূচি নিয়ে মাঠে ছিল যুবলীগ। সংগঠনের কর্মসূচির পাশাপাশি অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণও করেছে সংগঠনটি। এতে যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ই উপস্থিত ছিলেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।