বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হচ্ছে:রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৫:০৮

সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, বর্তমান সরকার “নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনাল” ব্যবহার করে বিচার কার্যক্রম পরিচালনা করছে। তিনি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শহীদ ডা. শামসুল আলম মিলনের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ে আদালতকে প্রভাবিত করার কোনো ঘটনা ঘটেনি। নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালেই এখন শেখ হাসিনার বিচার হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় আদালতে হস্তক্ষেপের সুযোগ নেই।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের আইনকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে না এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত গুম-খুন এখন ঘটছে না। তবে, যারা নিজের দেশে নিজের সন্তান, ছাত্র, শ্রমিক হত্যা করেছে, তাদের বিচার হবে বলে দাবি করেন তিনি।

রিজভী বলেন, “কোর্টকে প্রভাবিত করার কোনো ঘটনা নেই, যা শেখ হাসিনা করেছিলেন। সমস্ত নিয়ন্ত্রণ ছিল হাসিনার। পাপ বাপকেও ছাড়ে না। বিচারহীন থাকতে পারে না।”

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top