রায়পুর পৌরসভা নির্বাচনে প্রচার প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৪২
লক্ষ্মীপুর রায়পুর পৌরসভা নির্বাচনে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকে শুরু হয় এই প্রচারনা। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছে। ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার কথা জানান ভোটাররা।
মেয়র পদে ৭ জন প্রার্থী থাকলেও মূল লড়াইটা হবে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী গিযাস উদ্দিন রুবেল ভাট ও বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের এবিএম জিলানীর সাথে। নৌকা মার্কার প্রচারনায় ভোটের মাঠ গরম থাকলেও তেমন দেথা যায় না ধানের শীষ মার্কার প্রচারনা।
উন্নয়নের ধারা অব্যহত রাখতে ভোটারা নৌকাকে নির্বাচিত করবেন বলে জানান আওয়ামীলীগ প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট।
প্রচার প্রচারনায বাঁধা দেওয়া, নেতাকর্মীদের মামলা-হামলা ভয় দেখানোসহ নানা অভিযোগ এনে বিএনপির প্রার্থী এবিএম জিলানী বলেন, সুষ্ট ভোট হলে ধানের শীষের জয় নিশ্চিত।
রায়পুর পৌরসভায় প্রথমবারেরমত ভোটাররা ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করবে। মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৬৭ জন ও ২টি সংরক্ষিক নারী কাউন্সিলর পদে ৭ জন প্রতিদ্বন্ধিতা করছে। ৪,৫,৬ নং ওযার্ডেও নারী কাউন্সিলর পদে স্বপ্না বেগম বিনা প্রতিদ্বন্ধিতায নির্বাচিত হন। এই পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার ৬৩১ জন। আগামী ২৮ ফেব্রুয়ারী ৯টি ওয়ার্ডের মোট ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: রায়পুর পৌরসভা নির্বাচন প্রার্থী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।