করোনামুক্ত রিজভী, কেবিনে স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ০২:০২
করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট অবশেষে নেগেটিভ এসেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রিজভীর শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এর আগে রিজভী করোনা আক্রান্ত হওয়ার পর ৫ বার টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। ৬ষ্ঠ বার পরীক্ষার পর নেগেটিভ রেজাল্ট আসল।
ডা. রফিকুল ইসলাম বলেন, রিজভীর করোনার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে করোনা ইউনিটের অধীনে কেবিনে তার চিকিৎসা চলছে।
অক্সিজেন স্যাচুরেশনের উন্নতি হয়েছে জানিয়েছে তিনি বলেন, এখনো রিজভীকে নরমালি অক্সিজেন দেওয়া হচ্ছে। সবমিলিয়ে তার শারীরিক অবস্থা ভালো। তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন। নিজে নিজে হাঁটাচলা ও নড়াচড়া করতে পারছেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: করোনামুক্ত রিজভী কেবিনে স্থানান্তর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।