শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

খালেদাকে হাসপাতালে থাকতে হবে আরও ২-৩ দিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ২০:৫৩

খালেদাকে হাসপাতালে থাকতে হবে আরও ২-৩ দিন

খালেদা জিয়ার শরীরিক অবস্থা বিবেচনায় আরও ২ থেকে ৩ দিন হাসপাতলে থাকতে হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।

বুধবার (২৮ এপ্রিল) সকালে নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান তিনি।

এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১৫ এপ্রিল রাতে করোনায় আক্রান্ত বেগম জিয়াকে সিটি স্ক্যান করাতে নেওয়া হয়েছিল একই হাসপাতালে।

এর আগে গত ১০ এপ্রিল বেগম জিয়া করোনা পজিটিভ হন। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলে আসছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। করোনার কোনো উপসর্গ নেই তার। এরপর গত ২৪ এপ্রিল শনিবার দ্বিতীয় ধাপে করোনার পরীক্ষা করা হলে ফলাফল আবারও পজিটিভ আসে খালেদা জিয়ার।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top